বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১
বাড়ী
ভাড়া
নিয়ন্ত্রণ আইন,
১৯৯১.
( ১৯৯১
সনের
৩
নং
আইন
). [২৯শে
এপ্রিল,
১৯৯১].
বাড়ী
ভাড়া
নিয়ন্ত্রণের জন্য
অধিকতর
সুষ্ঠু
বিধান
প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত
আইন৷ বেশীর ভাগ ভাড়াটিয়া বাড়ি ভাড়া
সংক্রান্ত আইন জানেনা বলে তারা তাদের অনেক অধিকার থেকে প্রতারিত হচ্ছেন তেমনি ঝামেলা
এড়াতে বাড়িওয়ালারা চুক্তি করেন না ভাড়াটিয়ার সাথে। ভাড়াটিয়ার স্বার্থ রক্ষাতে
জেনে নেয়া যাক আইন আমাদের কী অধিকার দিয়েছে।