ছোটদের মজার কৌতুক

ছোটদের মজার কৌতুক


শিক্ষক ঃ তোমার বাবার বয়স কত?

ছাত্র ঃ  বছর,

শিক্ষক ঃ কি? এটা কিভাবে সম্ভব !!

ছাত্র ঃ স্যার, সে তখনই বাবা হয়েছে যখন আমি জন্মেছি।

( লজিকঃ শিশুরা দ্রুত এবং সর্বদা তাদের মনের কথা বলে)


ছোটদের মজার কৌতুক





শিক্ষক ঃ মারিয়া, ম্যাপ এর কাছে যাও এবং আমেরিকা খুজে বের কর?

মারিয়া ঃ স্যার, এই যে এখানে।

শিক্ষক ঃ সঠিক, এখন, ছাত্র-ছাত্রীরা বলতো - আমেরিকা কে আবিস্কার করেছে?

ছাত্র-ছাত্রী ঃ মারিয়া

ছোটদের মজার কৌতুক



শিক্ষক ঃ সাফওয়ান, তুমি Crocodile কিভাবে ‍Spell করবে?

সাফওয়ান ঃ K-R-O-K-O-D-I-A-L’

শিক্ষক ঃ না, সঠিক হয়নি।

সাফওয়ান ঃ হয়তো এটি ভুল, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন আমি কিভাবে Spell করি।

                           ♣♣♣♣♣♣♣









Ad