ঘুরে আসুন সৌন্দর্যের লিলাভূমি সুনামগঞ্জ শিমুল বাগান ।
নবীন প্রাণ ও নবীন উদ্দীপনা
নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। বাংলা ঋতুচক্রে বসন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋতু। শীতকাল পেরিয়ে
আসে বসন্ত। এ সময় ফুল ফোটে, পাখি গায়, কোকিল ডাকে। বসন্তের শুরুতে শিমুল গাছ তার
নিজেকে লাল রংয়ে সাজিয়ে তোলে । ( শিমুল সংস্কৃত:
শাল্মলী, মোচা। ইংরেজি নাম: Silk Cotton Tree বাংলা সমনাম: শিমুল, রক্তশিমুল, লালশিমুল
) আর এই অপার সৌন্দর্য উপভোগ করতে সুনামগঞ্জের শিমুল বাগানের তুলনা নাই। আর এই সৌন্দর্য
উপভোগ করার জন্য ফাল্গুনের প্রথম দিকে যাওয়াই সেবচেয়ে ভাল । আর কিছু দিন পরেই এই দৃশ্য আর পাবেন না । যাদের ইচ্ছা আছে তারা তাড়াতাড়ি ঘুরে আসতে পারেন ।
কিভাবে যাবেন
ঢাকা > সুনামগঞ্জ >বারেক টিলা> শিমুল বাগান।
ঢাকার আরামবাগ/সায়েদাবাদ/চিটাগাংরোড থেকে শ্যামলি,মামুন পরিবহনের বাসে করে যেতে পারেন, এছাড়াও উত্তরা থেকে এনা পরিবহনে করে যাওয়া যায়। ভাড়া ৫৫০ টাকা। এছাড়া সিলেটের বাসে করে সিলেট গিয়েও সুনামগঞ্জের বাসে আশা যায়। ঢাকা থেকে সুনামগঞ্জ পৌছাতে মোটামুটি ৫/৬ ঘন্টা সময় লাগে বাসে। আর যদি সিলেট থেকে আসেন তাহলে মাইক্রো বাস ও লোকাল বাসে করে আসতে পারেন। ভাড়া নিবে ১৫০-১৭০ টাকা। এক বাইকে তিন জন করে যাওয়া যায়
সুনামগঞ্জ নতুন ব্রিজ থেকে বারেক টিলা বাইকে ভাড়া নিবে ২০০ টাকা ।তারপর ৫টাকা দিয়ে নদী পাড় হয়ে আবার বাইক নিয়ে শিমুল বাগান তখন ভাড়া নিবে আসাযাওয়া ১০০ টাকা।
ঘুরে আসুন সৌন্দর্যের
লিলাভূমি সিলেট । ভাল থাকুন সুস্থ থাকুন ।
..............................