সুখী দাম্পত্য জীবনের রহস্য - মজার কৌতুক I

সুখী দাম্পত্য জীবনের রহস্য
সুখী দাম্পত্য জীবনের রহস্য


     একদিন এক ভদ্রলোক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করছে  - আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, তা একটু বলবেন ?

      সহকর্মী- সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না

ভদ্রলোকটি জিজ্ঞেস করছে- আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ?

     সহকর্মী - যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই, আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী আমরা কেউ কারো সিদ্ধান্তে interfere করি না

      ভদ্রলোকটি তখন বলছে-- আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না

     সহকর্মী- ছোট -খাটো বিষয় যেমন, কোন গাড়িটা কিনব, কত টাকা সঞ্চয় করব, সুপার মার্কেট- কখন যাব, ছুটিতে কখন কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না ইত্যাদি ছোট -খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই

       ভদ্রলোক জিজ্ঞেস করছে- তাহলে সংসারে আপনার ভূমিকাটা কি ?


     সহকর্মীটি তখন বলছে- আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে যেমন আমেরিকা ইরানকে আক্রমন করা উচিত, তেলেঙ্গানা নামে আলাদা রাজ্য সৃষ্টি হওয়া উচিত কিনা, ভারতে বিজেপ শাসন কতটুকু ফলপ্রসু হবে, ব্রাজিল ফুটবল টিমের কোচ কাকে বানানো উচিত, ইত্যাদি, এবং আপনি কি জানেন, আমার স্ত্রী আমার এসব সিদ্ধান্তে কোনদিন মাথা গলায় নি


.........................


Ad