খুব সাম্প্রতিক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা আইসিটি (কম্পিউটার ও তথ্য প্রযুক্তি)
The Recent Recruitment Tests in Computer
& Technology
·
নিচের কোনটি গ্রাফিক্স সফটওয়্যার?
✔ উত্তরঃ- Adobe photo shop
·
একটি তথ্যের সাথে অন্য তথ্যকে ইন্টারনেট সম্পর্কযুক্ত করাকে কি বলে?
✔ উত্তরঃ- Hyperlink*
·
যে স্থায়ী মেমোরতি প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায় তা হল-
✔ উত্তরঃ- EPROM
·
MS
word document এ ১টি Specific word বের করতে কোন command ব্যবহার করা হয়?
✔ উত্তরঃ- Ctrl+F*
·
MS
word এ নতুন Window খোলার জন্য কোন Short-cut Command ব্যবহার করা হয়?
✔ উত্তরঃ- Ctrl+N
·
কোন ফাংশন কী দ্বারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড শুরু করা যায়?
✔ উত্তরঃ- F-5
·
কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়?
✔ উত্তরঃ- Ram cache*
·
সেমিকন্ডাক্টর মেমোরি হচ্ছে-
✔ উত্তরঃ- র্যাম ও রম
·
মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
✔ উত্তরঃ- ALU
·
Location
box এ ঠিকানা টাইপ করাকে বলে-
✔ উত্তরঃ- Log on*
·
ই-মেইল ঠিকানায় ডোমেন নামের সর্বশেষ অংশটিকে কী বলা হয়?
✔ উত্তরঃ- TLD
·
এ্যালগরিদমের চিত্ররূপকে বলা হয়-
✔ উত্তরঃ- Flow Chart
·
Start-up
disk এ কি থাকে?
✔ উত্তরঃ- System software
·
কিসের সাহায্যে র্যাম এর ধারণ ক্ষমতা বাড়ানো যায়?
✔ উত্তরঃ- Ram cache
·
কম্পিউটারের বাস কোনটি?
✔ উত্তরঃ- ফেচ সাইকেল
·
ওয়েব ব্রাউজার নয় কোনটি?
✔ উত্তরঃ- ওরাকল
·
U.T.P.
কি?
✔ উত্তরঃ- Unshielded twisted pair*
·
কম্পিউটার হার্ডওয়ার ও এপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কাজের যোগসূত্র রচনা করে কোনটি?
✔ উত্তরঃ- অপারেটিং সিস্টেম
·
সুপার কম্পিউটারের চেয়ে ছোট কম্পিউটারকে কি বলে?
✔ উত্তরঃ- মেইন ফ্রেম*
·
১ ন্যানো সেকেন্ড ১ সেকেন্ডের কত ভাগ সময়?
✔ উত্তরঃ- ১০০ কোটি ভাগের ১ ভাগ
·
নিচের কোনটি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম?
✔ উত্তরঃ- উইন্ডোজ এনটি*
·
প্রোগ্রামের ডিবাগিং কি?
✔ উত্তরঃ- ত্রুটি সংশোধন
·
0
ও 1 এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলা হয়?
✔ উত্তরঃ- বিট
·
C3,
C4, C5, C6 সেল চারটির সংখ্যাগুলোর গড় নির্ণয়ের জন্য কিভাবে ফাংশন লিখতে হয়?
✔ উত্তরঃ- =AVG (C3:C6)
·
MCQ
পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
✔ উত্তরঃ- ও এম আর
·
পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম-
✔ উত্তরঃ- মাল্টিমিডিয়া
·
প্রোগ্রামের মূল লক্ষ্য কী?
✔ উত্তরঃ- সমস্যার সন্তোষজনক সমাধান
·
সেল পয়েন্টার পর্দার নীচের সারিতে চলে যায়—
✔ উত্তরঃ- Page down বোতামে চাপ দিলে
·
প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলে-
✔ উত্তরঃ- Debugging
·
Find
কমান্ড কোন মেনুতে থাকে?
✔ উত্তরঃ- Edit
·
নিচের কোনটি প্র্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
✔ উত্তরঃ- সি*
·
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস?
✔ উত্তরঃ- মাউস
·
MS
Excel এ Split কোন মেনুর অধীনে?
✔ উত্তরঃ- View
·
একসিস ডাটাবেজ ফাইলের বর্ধিত নাম হল-
✔ উত্তরঃ- .MDB
·
ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চূড়ান্ত নির্দেশ হল-
✔ উত্তরঃ- Paste
·
ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?
✔ উত্তরঃ- ওয়ার্ড প্রসেসর
·
৫৩D কোন ধরনের সংখ্যা?
✔ উত্তরঃ- হেক্সাডেসিমেল
·
সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার?
✔ উত্তরঃ- ৪ প্রকার
·
প্রতিটি শব্দ আলাদাভাবে Underline করার কমান্ড হল—
✔ উত্তরঃ- Ctrl+U
·
নিউমেরিক কী-প্যাড কোথায় থাকে?
✔ উত্তরঃ- কী বোর্ডের ডান দিকে
·
কম্পিউটারের সাংগাঠনিক অংশ নয় কোনটি?
✔ উত্তরঃ- রিপেয়ারিং ইউনিট
·
সুইচ বন্ধ রাখার সাথে সাথে কম্পিউটারের কিসের সব তথ্য হারিয়ে যায়?
✔ উত্তরঃ- র্যাম এর তথ্য
·
Y2K
এর সম্প্রসারিত রূপ কোনটি?
✔ উত্তরঃ- Millennium bug
·
নীচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়?
✔ উত্তরঃ- জাবা
·
রকমেল্ট (Rock Melt) কি?
✔ উত্তরঃ- ওয়েব ব্রাউজার*
·
নীচের কোনটি মাল্টিমিডিয়ার প্রকারভেদ নয়?
✔ উত্তরঃ- সুপার মিডিয়া
·
কম্পিউটার সিস্টেমের প্রসেসরকে কি বলে?
✔ উত্তরঃ- ব্রেইন
·
প্রাইমারী ডাটা টাইপ কী নামে পরিচিত?
✔ উত্তরঃ- বিল্ট ইন
·
Google.com
কি?
✔ উত্তরঃ- Search Engine*
·
ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কি বলে?
✔ উত্তরঃ- ডোমেইন নেম
·
নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
✔ উত্তরঃ- টপোলজি
·
ডিজিটাল সংকেতকে এনালগ সংকেত এবং এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে নিচের কোনটি?
✔ উত্তরঃ- মডেম
·
ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছ থেকে রোগীর চিকিৎসাকে কি বলা হয়?
✔ উত্তরঃ- টেলি মেডিসিন
·
কোনটি ডাটাবেজ ফাইলের এক্সটেনশন?
✔ উত্তরঃ- dbf
·
সরকারী কোন ওয়েব সাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ফরম ডাউনলোড করে নেওয়া যায়?
✔ উত্তরঃ- www.forms.gov.bd*
·
‘Order
by’-SQL কমান্ড ডাটা-
✔ উত্তরঃ- সর্টিং করা হয়*