বিছানাকান্দি কিভাবে যাবেন, কোথায় থাকবেন ।

বিছানাকান্দি


মানুষের চোখ হল পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্যামেরা বাস্তবে এই দৃশ্য ছবি বা ভিডিও থেকে হাজার গুন সুন্দর বিছানাকান্দি যাওয়ার পথের অপরুপ দৃশ্য, মেঘালয়ের পাহাড় থেকে ছোট বড় পাথরের উপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ, যা আপনাকে মুগ্ধ করবে
যখন বিছানাকন্দির উদ্যেশ্যে নৌকা ভ্রমন শুরু করবেন কিছুদুর যাওয়ার পর আস্তে আস্তে বিছানাকান্দির আসল রূপ দেখতে পাবেন  মেঘে ঢাকা মেঘালয়ের পর্বতমালা ধীরে ধীরে কাছে আসতে থাকবে  আকাঁবাকা নদীতে স্রোতের বিপরীতে নৌকা চলবে কখনও পাহাড়ের সারি বামে দেখা যাবে আবার কখনও ডানে

ঢাকা থেকে কিভাবে যাবেন বিছনাকান্দিতে?

ঢাকা থেকে সিলেটে আপনি ট্রেনে বা বাসে করে যাওয়া যায়  সিলেট শহর থেকে রিজার্ভ করা সিএনজি নিয়ে যেতে হবে হাদার বাজার, ভাড়া নেবে বড়জোর ৫০০ টাকা সিলেটের আম্বরখানা থেকেও যাওয়া যায় আলাদাভাবে সেখানে প্রতি সিএনজিতে চারজন করে নেয়া হয় হাদার বাজার পর্যন্ত ভাড়া জনপ্রতি ৮০ টাকা সময় লাগবে দেড় ঘণ্টার মত হাদার বাজার নেমে নৌকা ঠিক করতে হবে বিছানাকান্দি পর্যন্ত ভাড়া নেবে ৪০০-৫০০ টাকা আপ ডাউন পর্যটক বেশী দেখে ইদানিং নৌকার কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে নৌকা ভাড়া বেশি নিচ্ছে সেক্ষেত্রে ৮০০-১০০০ টাকা লাগতে পারে দামাদামি করে উঠবেন, কারণ হাদার বাজার থেকে বিছানাকান্দির দুরত্ব খুব একটা বেশি না ইঞ্জিন চালিত নৌকায় যেতে সর্বোচ্চ ২০ মিনিট লাগে

বিছানাকান্দি

যারা ব্যক্তিগত গাড়িতে যাবেন:

সিলেট শহর হতে ৬০ কিলোমিটার উত্তর পূর্বে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বিছানাকান্দি গ্রাম সিলেট থেকে ভোলাগঞ্জ মহাসড়ক ধরে সালুটিকর বাজারের ডান দিকে গাড়ী নিয়ে গোয়াইনঘাট লিঙ্ক রোডে হয়ে দেড় ঘন্টা গেলেই আপনি পৌঁছে যাবেন বিছানাকান্দি

কোথায় থাকবেন?

সিলেট শহরে এখন অনেক গুলো উন্নতমানের হোটেল রয়েছে বিছানাকান্দিতে দিনে গিয়ে দিনে ফেরা যায় সিলেট শহর থেকে তাই সিলেট শহরেই থাকতে পারেন
শহরের নাইওরপুল এলাকায় হোটেল ফরচুন গার্ডেন (০৮২১-৭১৫৫৯০)
জেল সড়কে হোটেল ডালাস (০৮২১-৭২০৯৪৫)
ভিআইপি সড়কে হোটেল হিলটাউন (০৮২১-৭১৮২৬৩)
লিঙ্ক রোডে হোটেল গার্ডেন ইন (০৮২১-৮১৪৫০৭)
আম্বরখানায় হোটেল পলাশ (০৮২১-৭১৮৩০৯)
দরগা এলাকায় হোটেল দরগাগেইট (০৮২১-৭১৭০৬৬)
 হোটেল উর্মি (০৮২১-৭১৪৫৬৩)
জিন্দাবাজারে হোটেল মুন লাইট (০৮২১-৭১৪৮৫০)
তালতলায় গুলশান সেন্টার (০৮২১-৭১০০১৮) ইত্যাদি
ভাড়া ৩০০ থেকে শুরু করে ৩০০০টাকা পর্যন্ত,নিরাপত্তাও ভাল আছে হোটেলগুলোতে,দরগাগেটে আরো কয়েকটি ভাল হোটেল আছে


আবার নলজুড়ি উপজেলা সরকারি ডাকবাংলোঃ পূর্ব অনুমতি সাপেক্ষে এইখানে থাকতে পারেন সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জন্য প্রতিটি রুম ৫০০টাকা আর সিভিলিয়ানদের জন্য ১৫০০টাকা
♥♥♥♥♥


Ad