এক
ভদ্রলোক ১ কেজি গুড় কিনতে একটি দেড় কেজি ওজনের কাঁসার বাটি নিয়ে বাজারে গেলেন, উনি দোকানদার কে ১ কেজি গুড় দিতে বল্লেন,
দোকানদার কাঁসার বাটিটার মধ্যে ১কেজি পরিমান গুড় দিয়ে ভুলে কাঁসার বাটি টার পরিমাপ না করে ওজন দেওয়া শুরু করলো,(তার মানে দাড়িপাল্লার এক সাইডে ১ কেজি বাটখারা আর অন্য সাইডে ১ কেজি পরিমাপ গুড় + দেড় কেজি ওজনের বাটি) দোকান দার ওজন দেয়ার সময় দেখলো যে বাটিটার মধ্য নির্দিষ্ট পরিমানের থেকে উনি অনেক বেশি গুড় তুলে ফেলছেন তাই তিনি গুড় কমানো শুরু করলেন, গুড় কমাতে কমাতে দোকানদার প্রায় অনেক গুড় ই বাটি টার থেকে উঠিয়ে ফেল্লেন,
যেই ভদ্র লোক গুড় কিনতে আসছেন উনি এই অবস্থা দেখে দোকানদার কে জিজ্ঞাস করলেন যে কি বেপার ভাই আপনি যে সব গুড় উঠাইয়া ফেলতেছেন?
তখন দোকান দার তাকে বল্লো মিয়া গুড় তো দুরের কথা আপনি বাটি পান কি না সন্ধেহ আছে!!!!!!!!! ভদ্রলোকের অবস্থা ব্যাংক এ ১ লক্ষ টাকা রাখার ফরমুলার মতো ।
Collected