Wait 5
seconds.
Click here.
শুধুই কৌতুক | Just a joke .
৩ বাটপার বন্ধুর বহুদিন পর দেখা।
তো তারা ৩ জন রেস্টুরেন্ট খেতে গেলো।
১ জন ওয়াশ রুমে গেলো।
২ জন আলাপ করছে...
বল্টুঃ- তারপর দোস্ত,
বাচ্চা কাচ্চা কয়টা?
পল্টুঃ- আমার একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। বিরাট বড়লোকের একমাত্র
মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য একটা গাড়ি গিফটকরছে। একবার বিয়ে হয়ে
গেলে,মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
বল্টুঃ- আমারও একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। সেও বিরাট বড়লোকের
একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য ফ্লাট গিফট করছে। ভালোয় ভালোয় বিয়েটা
হয়ে গেলেই, মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
এর মধ্যে তৃতীয় বন্ধু এলো" ২ বন্ধু তাকে জিগ্যাস করল দোস্ত তোমার ছেলে মেয়ে কয়টা?
মতলবঃ- আমার এক মেয়ে, আমার মতোই ধান্দাবাজ। ২ পোলারে নাকে দড়ি দিয়া ঘুরাইতাছে। ১জন
দিছে গাড়ি আর ১জন দিছে ফ্লাট।
আগামীতে আরো অনেক কিছু
আদায় করার প্লান আছে।
.........................................................................................
বৌকে সংসার
চালানোর টাকা দিতো স্বামী।
বৌও খুব হিসেব
করে টাকা খরচ করতো এবং একটা খাতায় লিখে রাখতো। একদিন স্বামীর হাতে সেই
খাতাটা
পরলো। প্রথম পিষ্ঠাটা উল্টেই দেখে হিসেব লেখা।
১। আজাকোখহ -
২০০০
২। কাঁচাবাজার -
৮৭৬
৩। মেয়ের টিফিন -
৮০
৪। আজাকোখহ -
৩০০০
৫। আজাকোখহ - ৮০০
৬। শাড়ী - ২৫০০
৭। বুয়ার বেতন ২৫০০
৮। ইন্টারনেট বিল
- ৫০০
৯। আজাকোখহ -
১১০০
১০। ছেলের স্কুলের বেতন - ৩৫৫০
১১। আজাকোখহ -
৯০০
তালিকটা পড়ে
স্বামী বেচারা বৌকে ডেকে জিজ্ঞেস করলো,,
"এই
আজাকোখহ কি? "
স্ত্রীর ডাইরেক্ট
উত্তর,,,,
" আল্লাহ জানে
কোথায় খরচ হয়েছে "
আজাকোখহ।
Latest
Wait 5 seconds.
Click here.
শুধুই কৌতুক | Just a joke .
৩ বাটপার বন্ধুর বহুদিন পর দেখা।
তো তারা ৩ জন রেস্টুরেন্ট খেতে গেলো।
১ জন ওয়াশ রুমে গেলো।
২ জন আলাপ করছে...
বল্টুঃ- তারপর দোস্ত,
বাচ্চা কাচ্চা কয়টা?
পল্টুঃ- আমার একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। বিরাট বড়লোকের একমাত্র
মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য একটা গাড়ি গিফটকরছে। একবার বিয়ে হয়ে
গেলে,মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
বল্টুঃ- আমারও একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। সেও বিরাট বড়লোকের
একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য ফ্লাট গিফট করছে। ভালোয় ভালোয় বিয়েটা
হয়ে গেলেই, মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
এর মধ্যে তৃতীয় বন্ধু এলো" ২ বন্ধু তাকে জিগ্যাস করল দোস্ত তোমার ছেলে মেয়ে কয়টা?
মতলবঃ- আমার এক মেয়ে, আমার মতোই ধান্দাবাজ। ২ পোলারে নাকে দড়ি দিয়া ঘুরাইতাছে। ১জন
দিছে গাড়ি আর ১জন দিছে ফ্লাট।
আগামীতে আরো অনেক কিছু
আদায় করার প্লান আছে।
.........................................................................................
বৌকে সংসার
চালানোর টাকা দিতো স্বামী।
বৌও খুব হিসেব করে টাকা খরচ করতো এবং একটা খাতায় লিখে রাখতো। একদিন স্বামীর হাতে সেই
খাতাটা
পরলো। প্রথম পিষ্ঠাটা উল্টেই দেখে হিসেব লেখা।
১। আজাকোখহ -
২০০০
২। কাঁচাবাজার -
৮৭৬
৩। মেয়ের টিফিন -
৮০
৪। আজাকোখহ -
৩০০০
৫। আজাকোখহ - ৮০০
৬। শাড়ী - ২৫০০
৭। বুয়ার বেতন ২৫০০
৮। ইন্টারনেট বিল
- ৫০০
৯। আজাকোখহ -
১১০০
১০। ছেলের স্কুলের বেতন - ৩৫৫০
১১। আজাকোখহ -
৯০০
তালিকটা পড়ে
স্বামী বেচারা বৌকে ডেকে জিজ্ঞেস করলো,,
"এই
আজাকোখহ কি? "
স্ত্রীর ডাইরেক্ট
উত্তর,,,,
" আল্লাহ জানে
কোথায় খরচ হয়েছে "
আজাকোখহ।